ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ নামক এলাকায় গত শনিবার ভোরে ঢাকা টু রাঙ্গামাটিগামী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩১০৫) ও চট্রগ্রাম টু ব্রাহ্মণবাড়িয়াগামী সুখি পরিবহনের (ঢাকা-জ ৩৬৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুখি পরিবহনের চালক গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত চালকের নাম মো.নুরু মিয়া। তার গ্রামের বাড়ি চাঁদপুর। এছাড়া দুই পরিবহনের যাত্রীদের কোন প্রকার ক্ষতি হয়নি বলে জানাযায়। রাঙ্গামাটিগামী শ্যামলী পরিবহনের চালক পালিয়ে যায়। শ্যামলী পরিবহনের যাত্রীরা সদ্য সমাপ্ত ঢাকা গাজিপুরে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসৌ স্কাউট জাম্বুরী থেকে ফিরছিলো। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জ্যাম থাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে রাঙামাটির ফিরছিলো স্কাউট শিক্ষার্থীরা। তারা সবাই অক্ষত ছিলো বলে মুঠোফুনে জানায় শিক্ষক বিজন কুমার দে ও ওসমান গনি।