কসবায় মাদক,বাল্যবিবাহ ও এইডস’র কুফল বিষয়ে সচেতনতামুলক অনুষ্ঠান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (২১ মার্চ) ব্রাহ্মনবাড়িয়ার কসবায় বাদৈর সাবের সাদত পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ksba madokমাদক,বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও এইডস’র কুফল সম্পর্কে অবহিত করতে সচেতনতা মুলক একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান উপলক্ষে উপজেলার ১৭টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। ১৫ হাজার শিক্ষার্থীর মাঝ থেকে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ২২০ জনের মাঝে পুরস্কার বিতরন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত ৮ বছর যাবত আয়োজক উজ্জল হোসেন জীবন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও এইডসের কুফল বুঝাতে এ কুইজ প্রতিযোগীতার আয়োজন করেন। প্রতি বছরের ন্যায় এ বছরও ১৭টি বিদ্যালয়ের ২২০ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর করিম। বিশেষ অতিথি ছিলেন: কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক ও কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক উজ্জল হোসেন জীবন। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ করিম বশির। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.