প্রশান্তি ডেক্স॥ গত বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র, কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি অভিযোগ করেন, নিজ স্কুলের শিক্ষকদের কাছে কোচিং না করলে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়া হয়।
তিনি বলেন, শিক্ষকদের কোচিং করানো বন্ধ করতে হবে। নিজ প্রতিষ্ঠানে না পড়িয়ে তাদের শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করেন । এমনকি কোচিং না করলে ওই শিক্ষকরা শিক্ষার্থীদের ফেল করিয়ে দেন।
শিক্ষামন্ত্রী জানান, এ ধরনের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সারাদেশে অভিযান চালাচ্ছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর দীপু মনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের জন্য আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।