অন্যায়ের সঙ্গে আপস নয়, এসিল্যান্ডদের মন্ত্রিপরিষদ সচিব

আনোয়ার হোসেন॥ অন্যায়ের সঙ্গে আপস না করে ইতিবাচক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে এসিল্যান্ডদের (সহকারী কমিশনার-ভূমি) প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।annoy songa aposh ny
গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরে বেসিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে এ কোর্সে অংশ নেয়া এসিল্যান্ডদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।
ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অন্যায়ের সাথে কোনো আপস করা যাবে না। ন্যায়ের জন্য স্রোতের প্রতিকূলে চলার মনোবল থাকতে হবে। হার না মানার মনোভাব নিয়ে জনসেবা করতে হবে। মানুষ তথা সেবাপ্রার্থীদের মনের ভেতর জায়গা করে নিতে হবে যেন তারা আজীবন মনে রাখে।’

শফিউল আলম বলেন, মানুষকে সাহায্য করার সুযোগ ভূমি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি। পজেটিভ মাইন্ডসেট নিয়ে, নলেজ, স্কিল এবং সঠিক অ্যাটিচিউট প্রয়োগ করতে পারলে এসিল্যান্ডরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে। মর্যাদাবোধ নিয়ে চলতে পারলে আর কিছুই বাধা হয়ে দাঁড়াবে না।
চলতি বছর এসিল্যান্ড হিসেবে যোগ দেয়া ১৭০ জন কর্মকর্তার মধ্যে প্রথম পর্যায়ে ১০০ জনকে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর যৌথভাবে এই প্রশিক্ষণ দিচ্ছে।
এই কোর্স শেষে কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কিছুদিন কাজের অভিজ্ঞতা হলে আবার সংক্ষিপ্ত ‘রিফ্রেশার্স’ কোর্সে পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী বলেন, ‘আমাদের প্রতি বঙ্গবন্ধুর অনুশাসন ছিল আমরা যেন জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করি এবং জাতীয় স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেই। অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করি।’
তিনি আরও বলেন, ‘সব সময় সেবা প্রদানের মানসিকতা রাখা পাবলিক সার্ভেন্ট হিসেবে আমাদের দায়িত্ব।’ ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাই বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published.