ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ শুক্রবার দুপুরে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র ছোট ভাই আরিফুল হক রনির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব মো.সারোয়ার , ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন খান বিপিএম. পিপিএম, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, রুহুল আমিন ভূইয়া বকুল,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল ও আইয়ুব আলী ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও:মো.আবদুল হান্নান।
নানা আয়োজনে কসবায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার সকালে কসবা উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে র্যালী, আলোচনা সভা, সেমিনার ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন ফেরদৌসী রাখী, উপজেলা একাডেমীক সুপারভাইজার মাসুদ আলম চৌধূরী, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো.ইয়াকুব আলী ভূইয়া ও ঢাকাস্থ কসবা সমিতির সাংগঠনিক সম্পাদক আবু জামাল রাজু। কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু আক্কাছ। ভোক্তা অধিকার দিবসের রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ৩জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।