মানুষ কিভাবে গবাদি পশুদের এরকম পৈশাচিক অত্যাচার করতে পারে

বাংলাদেশে যেভাবে গরু পরিবহন করা হয় তা রীতিমত ফৌজদারী অপরাধের পর্যায়ে পড়ে। এই ছবিগুলো দেখাচ্ছে সেই অপরাধ কতটা ভয়বহ! গরুগুলো যেন ট্রাকে শুয়ে না পড়ে সে জন্য goror chokhe morichতাদেরকে জাগিয়ে রাখতে চোখের ভেতর মরিচ ভেঙে গুজে দেয়া হয়েছে! কারণ শুয়ে পড়লে দুটি গরুর জায়গা দখল হবে। ভারতের বর্ডার থেকে দেড়- দুই দিন এভাবে গরুগুলো ট্রাকে দাঁড়িয়ে থাকে। এই ধরনের নিকৃষ্টতম ক্রুরতা এবং বিভৎসতা কেবলমাত্র মানুষের পক্ষেই দেখানো সম্ভব। এইসব ইতরদের শাস্তির জন্য কি আইন আছে জানি না। তবে তারা যে চরম শাস্তিযোগ্য অপরাধ করেছে তাতে কোনো সন্দেহ নেই। এটা যে শাস্তিযোগ্য অপরাধ সেটাই প্রশাসন মানে না, জনগণের অনেকে বোঝে না। ফেইসবুক পেজ থেকে নেয়া।

Leave a Reply

Your email address will not be published.