যুক্তরাজ্যের কাছে তারেককে ফেরত চাইলেন আইনমন্ত্রী

প্রশান্তি ডেক্স॥ তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। তিনি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে সরকার দেশে ফিরিয়ে আনতে চায় বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।tarek ka fereya ante hobe
গত বুধবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তারেক রহমানকে ফেরত দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। ফেরত পেলে দ্রুত রায় কার্যকর করা হবে।
তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দন্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান কারাগারে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জানান, তারেক রহমান এর বিষয়ে ব্রিটিশ আইন বিবেচনা করে সরকারের সাথে আলোচনা করা হবে। মামলার গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published.