সড়ক দুর্ঘটনা দেখতে এসে প্রাণ গেল বৃদ্ধের

প্রশান্তি ডেক্স॥ খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনা দেখতে এসে কাভার্ডভ্যানের ধাক্কায় আহমাদুল হক (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমাদুল হক খাগড়াছড়ি পৌর এলাকার দক্ষিণ মাথা এলাকার বাসিন্দা।shorok durgotona
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ির জিরো মাইল সংলগ্ন এলাকায় সকালে বিআরটিসি বাস ও টাইলসবোঝাই মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দেখার জন্য পথচারী আহমাদুল হক ঘটনাস্থেল যান। এ সময় খাগড়াছড়িগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাস্থলে দাঁড়ানো আহমাদুল হককে ধাক্কা দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এর আগে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মো. শফিকুল ইসলামকে (৩৫) আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি মো. সাহাদাত হোসেন টিটো বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আহমাদুল হক হাসপাতালে আনার পর মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published.