আগামী অর্থবছরে ১৪ লাখ প্রতিবন্ধী শিশুকে ভাতা…প্রধানমন্ত্রী

বা আ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কথা বিবেচনায় এনে বলেছেন, সব প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা দেয়া হবে। আগামী অর্থবছরে ১৪ লাখ প্রতিবন্ধী শিশুকে ভাতার আওতায় আনা হবে। বর্তমানে ১০ লাখ প্রতিবন্ধীকে প্রতিমাসে ৭০০ টাকা ভাতা দেয়া হচ্ছে। এ ছাড়া ৯০ হাজার শিক্ষার্থীকে বিশেষ ভাতা দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় অটিজম পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। 14 lakh protebonde
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
অটিজম ও প্রতিবন্ধীদের বিষয়ে বিশেষ অবদান রাখা ও প্রতিবন্ধীদের কৃতিত্ব পূর্ণ কাজের জন্য ১১জনকে পুরস্কার দেয়া হয়। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী নীল বাতি প্রজ্জলন করেন। এ সময় বেজে ওঠে ‘আমরা করবো জয়’ গানটি।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুদের প্রতি দায়িত্বশীল এবং সহানুভূতিশীল হতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশের সম্পদ বানাতে হবে। তাদের অবহেলা করা যাবে না। তারা যাতে এগিয়ে যেতে পারে সে জন্য সমাজের সুস্থ সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।’
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে তার পিছিয়ে পড়া সন্তানদের এগিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছিলেন। তিনি সর্বপ্রথম বিভিন্ন স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ব্যবস্থা করেন। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারে থাকা এবং না থাকা উভয় অবস্থাতেই প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছে।’
বাবা-মায়ের অবর্তমানে প্রতিবন্ধীদের জন্য প্রতিটি বিভাগে পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের সুবিধার্থে ইতোমধ্যে মিরপুরে প্রতিবন্ধী কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। সাভারে প্রতিবন্ধীদের জন্য স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য সংসদ ভবন-সংলগ্ন জমিতে অনুশীলনের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া তাদের বাবা-মায়ের অবর্তমানে দেখাশোনার জন্য প্রতিটি বিভাগে পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হবে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিভাগ শেষ হলে পর্যায়ক্রমে প্রতিটি জেলায় অটিস্টিক ও প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের এবং বগুড়ায় ছেলেদের জন্য অটিজম পরিচর্যা কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, জন্মের শুরুতেই শিশুর অটিজম বৈশিষ্ট্য চিহ্নিত করে তাকে চিকিৎসার আওতায় আনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশেষ ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ইনস্টিটিউট খোলার ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অটিজম-আক্রান্ত বা প্রতিবন্ধী ছেলে-মেয়েদের নিয়ে তাদের বাবা-মার একটা চিন্তা থাকে। তাদের সেই চিন্তা দূর করার জন্য আমরা এ উদ্যোগ নিচ্ছি। আর এ-সংক্রান্ত ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে তাদের সহায়তা করবো। সেক্ষেত্রে বিত্তশালীদের বলবো, ফান্ডে আপনারা অনুদান দিতে পারেন।’

Leave a Reply

Your email address will not be published.