প্রশান্তি ডেক্স॥ দেশে স্বাস্থ্যসেবাকে অধিকতর আধুনিক ও সুলভ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, অসংক্রামক রোগের বিস্তারের কারণে দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্যান্সার ও কিডনি হাসপাতাল স্থাপনের পাশাপাশি প্রতিটি জেলা সদর এবং মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নেও সরকার উদ্যোগ নিতে চায়। এলক্ষ্যে সহযোগী দেশ ও সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন।
গত বুধবার (৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এদেশের টিকাদান কর্মসূচি, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি সারাবিশ্বে প্রশংসিত। বাংলাদেশ আজ পোলিও ও ধনুষ্টংকারমুক্ত। যক্ষ্মা, কলেরা, ডায়রিয়াও সরকার নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু অসংক্রামক রোগের বিস্তার বিশ্বে অন্যান্য দেশের মতো বাংলাদেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতের সুযোগ-সুবিধাকে অসংক্রামক রোগ মোকাবেলার জন্য প্রস্তুত করছে। এ বছরই দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন ১৫০টি শয্যা যোগ করা হবে। আগামীতে যা আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, ক্যান্সার রোগের বিস্তার বাংলাদেশেও ব্যাপক। ক্যান্সার রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল বলে সরকারিভাবে প্রতিটি বিভাগে এর চিকিৎসা সহজলভ্য করার উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকার জনগণের মধ্যে জীবন যাপন ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে।
জাহিদ মালেক বলেন, তিন মাস ধরে নিয়মিত কঠোর নজরদারি বাড়ানোর ফলে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসা ও কর্মচারীদের উপস্থিতির হার বেড়েছে। তারপরও জনসংখ্যা ও রোগীর চাপের তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা অপ্রতুল। শিগগিরই আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে এই সংকট কমানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সমস্যা মোকাবেলায়ও দেশের স্বাস্থ্য খাত সম্পূর্ণ প্রস্তুত। সাম্প্রতিক সময়ে অগ্নিদগ্ধদের দ্রুত চিকিৎসার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকায় একটি বৃহৎ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে, যা শিগগিরই চালু হবে।
এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।