পানি উন্নয়ন বোর্ডে প্রয়োজনীয় লোকবল নিয়োগের সুপারিশ

প্রশান্তি ডেক্স॥ নদী ভাঙন কবলিত ও হাওর অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের প্রয়োজনীয় জনবল নিয়োগ ও পদায়নের সুপারিশ করা হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই এই লোকবল নিয়োগpabe unnoya bord দেয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি।
গত বুধবার (৩ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, হুইপ সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম এমপি, মো. ফরিদুল হক খান এমপি এবং রুশেমা বেগম এমপি অংশ নেন।
কমিটি চর ডেভেলপমেন্ট ও সেটেলমেন্ট প্রকল্প-৪ (সিডিএসপি-৪) এর বাস্তবায়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে। বৈঠকে এ প্রকল্পের মাধ্যমে ১৩ হাজার ৬২৩ হেক্টর এলাকা বন্যা ও ঘূর্ণিঝড় হতে সুরক্ষা, নিষ্কাশন ব্যবস্থা উন্নতকরণ, সেচ সুবিধা প্রদান, গ্রামীণ রাস্তা ও বাঁধ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনসহ ১৩ হাজার ৫০৮ টি পরিবারের মধ্যে ১৭ হাজার ৫৬০ একর ভূমি বরাদ্দ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.