প্রশান্তি ডেক্স॥ নোয়াখালীর চাটখিল বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় চাটখিল পৌর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ফারুক হার্ডওয়্যার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে পুড়ে যায় উদ্বোধনের অপেক্ষায় থাকা একই মালিকের মালিকানাধীন আমানিয়া মিষ্টি ঘর নামক আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান। ৪০ মিনিটের এই আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাটখিল পৌর বাজারের (ঢাকা- চাটখিল সড়কে) ফারুক হার্ডওয়্যার দোকান থেকে আগুন লাগে। ফারুক হার্ডওয়ারে থাকা নানা পেইন্টিং সামগ্রীসহ দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে চাটখিল,রামগঞ্জ, সোনাইমুড়ী ও পরে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যোগ দিয়ে ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, বৈদুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা যাচ্ছে না।