কসবায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। গত বৃহস্পতিবার দিবসটি পালনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমী। এতে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।kosba Utehashe
উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপেিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভৃইয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভৃমি) মো.জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন,
অনুষ্ঠানে অতিথিগন মেহেরপুরের বৈদ্যনাথতলায় আ¤্রকাননে তৎকালীন সময়ে গঠিত ঐতিহাসিক মুজিব নগর সরকারের কর্মকান্ড ও সাফল্য নিয়ে স্মৃতিচারণ করে বলেন মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকারের ভৃমিকা ছিল অপরিসীম। যা স্বাধীনতা অর্জনে বলিষ্ট ভুমিকা রেখেছিলো।

Leave a Reply

Your email address will not be published.