ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, সরকারের আদালতের উপর কোন হস্তক্ষেপ নেই, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। এর কারণেই দূর্নীতিবাজদের বিচার হচ্ছে। বিএনপি নেতা রহুল কবির রিজভীর “বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে” এমন মন্তব্যের প্রেক্ষিতে আইন মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসব কথা বলেন। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনয়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিন্ম আদালত তাকে সাজা দেন, পরের উচ্চ আদালতে আপিল করলে আদালত তাকে ৫ থেকে ১০ বছরের সাজা দিয়েছেন। এখানে সরকারের কোন হস্তক্ষেপ আমি খুঁজে পাইনা। মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার গঠনের পর থেকেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিলনা।
কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা-খাঁন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মো. আবু নাসের, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভুইয়া, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কায়সার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা পৌরমেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগম্ম আহ্বায়ক এম.জি হাক্কনী, কাজী মো. আজহারুল ইসলাম, আলহাজ রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহিন সুলতানা, নবাগত উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা কমিউনিটিং পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমন। স্বাগত বক্তব্য রখেন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মো. মাজেদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে উপজেলার ১ হাজার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও কৃষিজ উপকরণ বিতরণ করা হয়।
তাছাড়া মন্ত্রী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উপজেলার ২৯৮জন দুঃস্থ ও গরীব জনগণের মাঝে ত্রাণের টিন বিতরণ করেন। উপজেলা সদর ভুমি অফিস ও কুটি ইউনিয়ন ভুমি অফিসের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন।