ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত রোববার শান্তিপুর্নভাবে আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হলো বাঙালী সংস্কৃতির প্রানের উৎসব পহেলা বৈশাখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনের মধ্যে ছিলো পান্তাভাত, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.জাহাংগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে সকল শ্রেনিপেশা মানুষ উপস্থিত ছিলেন। কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিগন বলেন আবহমান বাংলার গ্রামীন ঐতিহ্য সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। এ দিনে সকল শ্রেনির মানুষ বিগত বছরের সকল দু:খ, কষ্ট,গ্লানিকে ভুলে গিয়ে প্রানখুলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয় নতুন আরেকটি বছরকে।