চালক-হেলপারদের নিয়ে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

প্রশান্তি ডেক্স॥ রাজধানীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক বাদ দিয়ে পার্কিংয়ের ক্ষেত্রে বাস ডিপো ব্যবহারে চালক-হেলপার ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনের উদ্যোগে দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির পালন করা হয়।chalok helper
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, একই সাথে রাজধানী সুপার মার্কেট, টিকাটুলী এলাকায় ছাত্রছাত্রীদের জেব্রা ক্রসিং ব্যবহার, যত্রযত্র রাস্তা পারাপার না করা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
ট্রাফিক পূর্ব বিভাগের মতিঝিল জোনের উদ্যোগে চানমারী বাট ইন্টারসেকশন, বিআরটিসি বাস ডিপো, কমলাপুর, আলহেলাল পুলিশ বক্স ইন্টার সেকশনে ‘ট্রাফিক পক্ষ ২০১৯’ উপলক্ষে এ প্রচারণা চালানো হয়।
অন্যদিকে ট্রাফিক পূর্ব বিভাগ ও ডিসি ওয়ারী (ক্রাইম) বিভাগের সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.