ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটে বাংলাদেশী অংশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান বরাদ্দ পেলেন উপজেলার কয়েকজন প্রান্তিক নারী উদ্যোক্তা। এই প্রথম সীমান্তহাটে উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে সীমান্ত হাটে নতুন করে খোলা হলো প্রান্তিক নারী উদ্যোক্তাদের পরিচালনায় একটি বিপনন কেন্দ্র। এতে বিক্রি হবে সমাজের অবহেলীত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি নকশীকাঁথা, বাচ্চাদের জামা কাপড়, চাদর সহ বিভিন্ন পন্য। গত রোববার (২১ এপ্রিল) এই দোকানটি উদ্বোধন করেন ভারত-বাংলাদশে সীমান্তহাটের বাংলাদেশের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন কালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন; বর্তমান সরকার সর্বস্তরের নারীদের উন্নয়নে কাজ করছে। সমাজের প্রান্তিক ও অন্ত্যজ শ্রেনীর নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন প্রকার সুযোগ সৃষ্টির করছে সরকার। তারই অংশ হিসেবে সমাজের কিছু অবহেলীত নারীদের মাধ্যমে এ বিপনন কেন্দ্রটি চালু করা হলো। এতে সমাজের অন্যান্য নারী উদ্যোক্তারাও উৎসাহিত হবে।