এবার বায়তুল মোকাররম মসজিদে বোমা হামলার হুমকি

প্রশান্তি ডেক্স॥ বোমা হামলা চালিয়ে বায়তুল মোকাররম মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে, জেএমবি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর কথিত জেএমবি কর্মী হাফেজ মাওলানা কামরুজ্জামানের ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দেয়া হয়।bytul mokarrom
বায়তুল মোকাররমের আশপাশের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবি জানানো হয় ওই চিঠিতে। অন্যথায় বোমা ও টাইম বোমা চার্জ করে ব্যভিচারে বাংলাদেশ শীর্ষে বলে বিশ্ব মিডিয়া ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়।
২৩ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ চিঠিটি গ্রহণ করে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয় বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে।

Leave a Reply

Your email address will not be published.