ভজন শংকর আচার্য্য , কসবা (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যবিলিটিজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন।
ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যবিালটিজ এ কর্মশালার আয়োজনে করেন। তা বাস্তবায়ন করেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফাতেমা সুলতানা, কুমিল্লা টিচার ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আবুল কাশেম, কসবা উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. আসাদুজাম্মান, কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ।
কর্মশালায় কসবা উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, জনপ্রতিনিধি, অটিজম ছাত্র/ছাত্রীর অভিভাবক, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াম সাংবাদিক, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
প্রশিক্ষনে অংশ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক।