প্রশান্তি ডেক্স॥ আওয়ামী লীগ ও সাংসদ ফারুক খান বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে।
পরিবার ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে পরস্পরেরর মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হলে মাদকাসক্তি থেকে জাতি মুক্তি পাবে বলেও মনে করেন তিনি।
গত রোববার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এক আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভুমিকা’ শিরোনামে এই আলোচনা সভায় পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বিশেষ অতিথি ছিলেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন শ্যামলী আইডিয়াল শিক্ষা পরিবারের পরিচালক মো. শাহজাহান।
অনুষ্ঠানের শুরুতে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
বক্তব্যে ফারুক খান বলেন, “মাদক পরিবারকে, সমাজকে এবং দেশকে ধ্বংস করে দেয়। মাদকাসক্ত কোনো ব্যাক্তি কখনোই প্রতিষ্ঠিত হতে পারেনি।”
দেশের আর্থ-সামজিক উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে আমাদের কারিগরি শিক্ষার দিকে নজর দিতে হবে। এক্ষেত্রে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপও নিয়েছে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ভালোভাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে বেকার থাকার সুযোগ নেই। নিজে যেমন প্রতিষ্ঠিত হওয়া যায় দেশেও উন্নয়নের ছোঁয়া লাগে।”
পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ প্রজন্ম, মাদকমুক্ত দেশ গঠনে তোমাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এ বিষয়ে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান শেষে ৪৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।