রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

আনোয়ার হোসেন॥ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন এইচ এম আল-মুতাইরি।
বিদায়ী সৌদি দূত গত মঙ্গলবার বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।rasto pote hamed
তিনি সাংবাদিকদের বলেন, “সফলতার সঙ্গে কর্মকাল পার করায় রাষ্ট্রপতি সৌদি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।”
বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ককে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের সম্পর্ক ‘অত্যন্ত চমৎকার’।
ভবিষ্যতে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন আবদুল হামিদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ওই সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারিত হয়েছে।
উপ-প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় সৌদি দূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
দুই দেশের বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে বিদায়ী দূত বলেন, বাংলাদেশের শ্রমশক্তি সৌদি আরবের উন্নয়নে অবদান রাখছে।

Leave a Reply

Your email address will not be published.