শেখ মো. কামাল উদ্দিন কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা বরাবরের মত দাখিল পরীক্ষা ২০১৯ সালেও শতভাগ উত্তীর্ণ হয়ে সফলতা অব্যাহত রেখেছে। মাদরাসাটি থেকে এবার দাখিল পরীক্ষায় ৫৩জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। তন্মধ্যে ২৫ জন এ প্লাসসহ শতভাগ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে। মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. গোলাম সরোয়ার সাঈদী পীর সাহেব মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন; মারদাসার গভর্ণিং বডির সার্বক্ষণিক তদারকি, শিক্ষকগণের আন্তরিকতার সহিত দায়িত্ব পালন ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ গৌরবময় ফলাফল অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, উপমহাদেশ বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ (র.) ও আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী সাহেব এটিকে কুরআন সুন্নাহর মারকায হিসেবে এ প্রতিষ্ঠানে আত্মনিয়োগ করেছিলেন। তাদের পদচারণায় মাদরাসার ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় উৎসাহী হয়ে ধারাবাহিকতা বজায় রেখেছেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post