যেসব কারণে রোজার ক্ষতি হয় না

প্রশান্তি ডেক্স॥ রোজা রাখার পর অনেকেই বিভিন্ন বিষয়ে সন্দেহে থাকেন। নিশ্চিতভাবে না জানার কারণে অনেক বৈধ কাজ থেকেও বিরত রাখেন নিজেকে। রোজা অবস্থায় যেসব কাজ করলেও রোজার কোনো ক্ষতি হবে না- আসুন তা জেনে নিই।jashob karone rojer khote hy na
১. ভুলক্রমে পানাহার করা। কোনো খাবার বা পানীয় ভুলে খেয়ে নিলে রোজা ভাঙবে না। তবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে দিতে হবে।
২. আতর, সুগন্ধি ব্যবহার করা বা ফুল ইত্যাদির ঘ্রাণ নেয়া।
৩. নিজ মুখের থুতু ও কফ জমা না করে গিলে ফেলা।
৪. শরীর বা মাথায় তৈল ব্যবহার করা।
৫. ঠান্ডার জন্য গোসল করা।
৬. ঘুমে স্বপ্নদোষ হওয়া।
৭. মিসওয়াক করা।
৮. অনিচ্ছাকৃত বমি হওয়া।
৯. চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা।
১০. স্বাভাবিক যে কোনো ধরনের ইনজেকশন নেয়া। তবে শক্তিবর্ধক ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে।
সূত্র: রদ্দুল মুহতার ও দুররে মুখতার: ২/৩৯৪

Leave a Reply

Your email address will not be published.