শিগগিরই ৪৭৯২ চিকিৎসক নিয়োগ

প্রশান্তি ডেক্স॥ দেশের সরকারি হাসপাতালে অচিরেই ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।4752 shal
ইতোমধ্যে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ডাক্তার নিয়োগের জন্য সুপারিশ করেছে উল্লেখ করে নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ মে) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ১০০ দিনের ঘোষিত কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের সরকারি হাসপাতালে নতুন ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। আগামী বছরের শুরুতে অবশিষ্ট চিকিৎসক নিয়োগ দেয়া হবে। কিছু দিন আগে স্বাস্থ্যসেবা ও পরিকল্পনা বিভাগে ৫০০ চিকিৎসক নিয়োগ হয়।
তিনি জানান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। ১০০ দিনের কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.