‘বাণিজ্য যুদ্ধে শক্তিশালী হবে চীন, দুর্বল হবে আমেরিকা’

আন্তর্জাতিক ডেক্স॥ চীনের শীর্ষ পর্যায়ের সংবাদপত্র পিপলস ডেইলি বলেছে, আমেরিকার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধে বেইজিং কখনো আমেরিকার কাছে মাথা নত করবে না বরং চীন আরো শক্তিশালী হবে। মার্কিন অর্থনীতি যখন নতুন করে মন্দার কাবলে পড়তে যাচ্ছে তখন এই বক্তব্য দিল চীনা দৈনিকটি। পিপলস ডেইলিকে চীন সরকারের মুখপত্র হিসেবে দেখা হয়।banejjo jodo
পিপলস ডেইলি আজকের (শুক্রবার) প্রথম পৃষ্ঠায় এক মন্তব্য কলামে লিখেছে, আমেকিার বাণিজ্যযুদ্ধের মুখে চীন তার জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে পাথরের মতো শক্ত থাকবে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের দুই হাজার কোটি ডলারের পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ শূল্ক আরোপ করেছেন। আগে এ শূল্ক ছিল শতকরা ১০ ভাগ।
এ প্রসঙ্গে চীনের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম তার সামাজিক যোগাযোগের একাউন্টে বলেছে, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করতে আমেরিকা মোটেই আন্তরিক নয় বরং আলোচনার পরিবেশ নষ্ট করেছে।
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা ২৪ মে শুরু

Leave a Reply

Your email address will not be published.