ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসন, উপজেলা খাদ্য অফিস ও কৃষি সম্প্রসারন অফিসের উদ্যোগ সরাসরি কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। গত বুধবার উপজেলার পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের কৃষক মশিউর রহমানের বাড়িতে গিয়ে ধান ক্রয়ের মাধ্যমে সরকারী এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে ধান ক্রয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মাজিদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা কাউসার সজিব ।
কসবা নির্বাহী অফিসার জানান; উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬শ ৮৯ জন কৃষকের কাছ থেকে ৪শ ৫ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ধান ক্রয়ের ক্ষেত্রে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে একটি করে কমিটি গঠন করে দেয়া হয়েছে। যাতে করে কোন মধ্যস্বত্বভোগী এর মধ্যে কৃষকদের হয়রানী না করতে পারে।
কৃষক মশিউর রহমান জানান; সরকারের এ উদ্্েযাগে আমরা ভীষন খুশি। আমরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। সরকারীভাবে আমাদের কাছ ধান ক্রয় করায় আমরা ধান চাষে উৎসাহ পাচিছ। প্রতি বছর যেন এভাবে ধান ক্রয় করা হয় তাহলে কৃষক বাঁচবে।
ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ তারিখ: ২২-০৫-২০১৯ ইং।
কসবায় বিজিবি’র হাতে মাদকসহ ২ ছাত্রলীগ নেতা আটক
ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২ ছাত্রলীগ নেতাসহ ৩ জন মাদকসহ বিজিবি’র হাতে আটক হয়েছে। কসবা থানা পুলিশ গত বুধবার তাদের ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরন করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে বিজিবি।
বিজিবি চন্ডিদ্বার ফাঁড়ির হাবিলদার আবদুল ছালাম জানান; গত মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী গ্রাম ধ্বজনগর এলাকায় বিজিবি’র সাথে খারাপ ব্যাবহার করলে ২ বোতল স্কাফ মদ সহ আটক করা হয় তাদের। আটককৃতরা হলো উপজেলার সৈয়দাবাদ গ্রামের মৃত মিজানুর রহমান ভ’ইয়ার ছেলে শ্যামল ভূইয়া (২২), উসমান ভূইয়ার ছেলে সাইফুল ইসলাম ভূইয়া(২৩) ও হেদায়েত হোসেনের ছেলে মনির হোসেন (২১)। আটককৃত শ্যামল ভূইয়া সৈয়দাবাদ আদর্শ কলেজ ছাত্রলীগ শাখার সাধারন সম্পাদক। অপরদিকে সাইফুল ভ’ইয়া একই কমিটির সিনিয়র সহ-সভাপতি।