ব্রাহ্মণবাড়ীয়া জেলাা কসবা থানার অন্তর্গত সৈয়দাবাদ গ্রাম। অর্ধশত বছরের পুরনো ডিগ্রি কলেজ, শতাধিক বছরের পুরনো মাদ্রাসা, বেসরকারী ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮ টির ও বেশী, সরকারী হাসপাতাল, ২০ টির ও অধিক মসজিদ, সব মিলিয়ে আদর্শের প্রতিক হিসাবে স্বীকৃতি পাওয়া গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত সেই ৬০ এর দশক থেকে। হাজারের ও বেশী সরকারি কর্মকর্তা, বিলিয়নিয়ার, মিলিয়নার, আমলা, মোহাদ্দেস, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ইসলামীক পন্ডিত, কি নেই এই গ্রামে!!!। বড় দু:খ ও হতাশায় নিমজ্জ্বিত হয়ে বেদনাহত হৃদয়ে লিখতেও কষ্ট হচ্ছে; আজ এমন একটি আদর্শ গ্রামের নিরীহ পরিবারের এই ফুটফুটে সন্তানটি নিখোঁজ!!!!। আমার জীবদ্দশায় দেখেছি এই গ্রামের প্রতিটি মানুষকে অন্য গ্রামের নিরীহ গরীব মানুষের সাহায্যে এগিয়ে যেতে, আজ খুদ এই গ্রাম থেকেই উধাও এই শিশুটি?? আজ আইনও কি আমার এই আদর্শ গ্রামটির বেলায় উদাসীন!!!!! আমরা কি পারিনা এই নিরীহ পরিবারের সন্তানটিকে উদ্ধারে সহযোগিতার হাত বাড়াতে!!!!!
আসুন সবাই মিলে এই ফুটফুটে বাচ্ছাটিকে খুজে বের করি। দৃষ্টান্ত স্থাপন করি সরকারের, আইনের, আইন প্রয়োগকারী সংস্থার, সর্বোপরি সকলে মিলে একত্রে কাজ করে এই খুদে শিশুটিকে ফিরিয়ে দেয় বেদনাহত মায়ের কোলে।
তবে ঘটনাটি ছিনতাই বা পারিবারিক কলহের জের কিনা তাও খতিয়ে দেখার জন্য আইন প্রণয়ণকারী সংস্থার নিকট আবেদন রাখছি। আশা করি অচিরেই এই দীন ইসলাম ফিরে আসবে সকল রহস্যের জট উন্মোচন করে। থানায় সাধারণ ডাইরি হয়েছে। এখন শুধু, পুলিশী তদন্ত, সিআইডি, এসবি ও ডিবি এমনকি পিবিআইয়ের সহায়তায় এগিয়ে যাওয়ার পালা।