জাতীয় ক্রিকেট দল ও নারী ফুটবলারদের মন্ত্রিসভার অভিনন্দন

প্রশান্তি ডেক্স॥ জাতীয় ক্রিকেট দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সভাপতিত্ব করেন।jateya crekat
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রিসভা দুটি প্রতিষ্ঠানকে অভিনন্দন জানায়। একটা হলো বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলাররা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন এজন্য মন্ত্রিসভা তাদের অভিনন্দন জানায়।’
‘এ ছাড়া আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ায় মন্ত্রিসভা তাদের অভিনন্দন জ্ঞাপন করেছে’ বলেন শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাশান ফেডারেশনের রোসাটোমের দেয়া ‘ফর কন্ট্রিবিউশন

ডেভেলপমেন্ট অব নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি’ শীর্ষক মেডেল এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে দেয়া ডেভেলপমেন্ট অব হিউম্যান ক্যাপিটাল ক্যাটাগরির বিশেষ সনদ হস্তান্তর করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

Leave a Reply

Your email address will not be published.