স্পোর্টস ডেক্স॥ আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টগবগিয়ে ফুটছিল আফগানিস্তান। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে হট ফেবারিট ইংল্যান্ডের সামনে পড়ে বাস্তবতা টের পেল তারা। ইংলিশদের বোলিং তোপে ৩৮.৪ ওভারে ১৬০ রানেই গুটিয়ে গেছে আফগানদের ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। ওপেনিংয়ে হযরতউল্লাহ জাজাই চেয়েছিলেন তার মারকুটে ব্যাটিং প্রতিভা দেখাতে। ৬ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করে তিনি জোফরা আর্চারের শিকার হন।
আরেক ওপেনার নুর আলি জাদরান করেন ৩০ রান। পরের ব্যাটসম্যানরা ছিলেন কেবল আসা যাওয়ার মিছিলে। রহমত শাহ (৩), হাসমতউল্লাহ শহীদি (৩), আসঘর আফগান (১০), গুলবাদিন নাইব (১৪), নাজিবুল্লাহ জাদরান (১)-কেউই উইকেটে থিতু হতে পারেননি।
তবে সতীর্থদের এমন ব্যর্থতার মাঝেও নিজের খেলাটাই খেলেছেন মোহাম্মদ নবী। আট নাম্বারে নেমে ৪২ বলে ৪৪ রানের এক ইনিংস খেলেন আফগান এই অলরাউন্ডার, যে ইনিংসে ১টি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কার মার।
দশম উইকেটে দৌলত জাদরানের সঙ্গে নবীর ৩৩ রানের জুটিটিই বড় লজ্জা থেকে বাঁচিয়েছে আফগানিস্তানকে। জাদরান ১৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন আলোচিত পেসার জোফরা আর্চার আর পার্টটাইম অফস্পিনার জো রুট।