লিচু বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

প্রশান্তি ডেক্স॥ রাজশাহীর বাঘায় লিচু বাগানের বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে সাইদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার ঝিনা মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গত সোমবার সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।lecho baganer
নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের জামরুল ইসলামের ছেলে। দিন মজুরির পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন ওই যুবক। ছয় মাস আগে তার বিয়ে হয়েছে।
নিহতের পরিবার জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সাইদুল। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। রাতে অনেক খুঁজেও তার সন্ধান পাননি স্ত্রী সিমা খাতুন।
সাইদুল ইসলামের মামা আশরাফুল ইসলামের দাবি, লিচু বাগানের মালিক তহির উদ্দিন, আকবর হোসেন ও আবু সুফিয়ান পরিকল্পিতভাবে তার ভাগনেকে হত্যা করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তি দাবি করেন।
স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির পাশেই ১০-১২টি লিচু গাছ রয়েছে তহির উদ্দিনের। সেই লিচু গাছ ৬ হাজার টাকায় ইজারা নিয়েছেন তার ভাতিজা আবু সুফিয়ান। আরেক চাচা আকবর হোসেনের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে উন্মুক্ত তার জড়িয়ে চোর ধরার ফাঁদ পেতেছিলেন সুফিয়ান। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে সেই ফাঁদে আটকা পড়েন সাইদুল। বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় এক ভ্যানচালক বিষয়টি টের পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে এলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যান বাগান মালিকরা।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বলেন, এ ঘটনায় নিহত সাইদুল ইসলামের মামা আশরাফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পরে আসামিদের ধরতে পুলিশ অভিযানে গেলেও তাদের পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.