প্রশান্তি ডেক্স॥ দুই বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী ও খালিদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।
গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে। বরেণ্য নজরুল সংগীতশিল্পী, গবেষক, স্বরলিপিকার ও সংগীত গুরু খালিদ হোসেনের মৃত্যুতেও মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।’
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ মে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এ ছাড়া আরেক একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খালিদ হোসেন গত ২২ মে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মারা যান। তার বয়স হয়েছি ৮৪ বছর।