কসবায় এলজিএসপি-৩ বিষয়ক কর্মশালায় জেলা প্রশাসক সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমুল পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করতে হবে

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১৯ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে তৃতীয় লোকাল সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর ইউপি অপারেশনাল ম্যানুয়াল বিষয়ে প্রশিক্ষণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সচিবগন অংশগ্রহন করেন। ksaba 1
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দূর-রে-শাহওয়াজ, পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মো.জাহাঙ্গীর হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকি।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন; সরকারের ভিশন গ্রামকে শহরে রূপান্তরিত করতে হলে সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমুল পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি ইউপি সচিবদের দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.