ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় প্রবাস ফেরত জনি নামে এক রেমিটেন্স যোদ্বাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করলেন লন্ডনস্থ ওয়েলফেয়ার নামক একটি সংগঠন। বৃহস্পতিবার (২০ জুন) সংগঠনের পক্ষে ক্যান্সার আক্রান্ত কাজী জনির হাতে এ অর্থ তুলে দেন জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ কাউসার। জনি পাশ্ববর্তী আখাউড়া উপজেলার গোলখার গ্রামের কাজী শুক্কুর মিয়ার পুত্র। এ সময় উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর হান্নান, কসবা প্রেসক্লাব দপ্তর সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি রুবেল আহমেদ।
গত প্রায় ১৪ মাস পূর্বে জনি মধ্যপ্রাচ্যের ওমানে যায় চাকুরী করতে। সেখানে যাওয়ার কয়েকমাস পর তার শরীর খারাপ হয়ে গেলে দেশে ফিরে আসতে বাধ্য হয় এই রেমিটেন্স যোদ্ধা । দেশে এসে চিকিৎসকের শরনাপন্ন হলে ধরা পড়ে দূরারোগ্য ব্যাধী ব্লাড ক্যান্সার। চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব ব্যয় করে নিস্ব হয়ে যায় জনির বাবা শুক্কুর মিয়া। জনির বাবা পেশায় একজন রাজমিস্ত্রী। সামর্থের অভাবে চিকিৎসা করাতে ব্যর্থ হয়ে জনির ভাই সামাজিক যোগযোগ মাধ্যমে সাহায্যের আবেদন করেন। এ আবেদনে সাড়া দেয় লন্ডনস্থ ব্রাহ্মণবাড়িয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে নতুন একটি সংগঠন। জনির চিকিৎসা সহায়তা হিসেবে ৫৭ হাজার ৪শত টাকা পাঠায়। অসুস্থ জনির স্ত্রী সহ ১০মাসের একটি শিশু সন্তান রয়েছে। জনির বাবা দীর্ঘদিন কসবায় বসবাস করছেন। জনির পরিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ দেশের বিত্তবান সমাজের কাছে জনির চিকিৎসার জন্য সহযোগিতার অনুরোধ করেন। ভাল চিকিৎসা পেলে সুস্থ হবে জনি। ১০ মাসের অবুজ শিশুটি ফিরে পাবে তার বাবাকে।