ক্রিকেট,সেরা দেশগুলোর,কাতারে বাংলাদেশ

প্রশান্তি ডেক্স॥ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর অনেকে ‘অঘটন’ বললেও ওয়েস্ট ইন্ডিজ বধের পর মুখে কুলুপ এটেছে তারা। কাজটি সহজ ছিলনা। ক্যারিবীয়দের বিশাল সংগ্রহ ৩২১ রান টপকে জিতেছে টাইগাররা। অসাধারণ এই সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ পুরো ক্রিকটে বিশ্ব। সে তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। crekat shera desh golorশুধু তাই নয়, বাংলাদেশকে সেরা দেশগুলোর কাতারে রাখছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ সাত উইকেটের বড় ব্যবধানে জিতেছে। টনটনের মাঠ সেদিন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। মাঠের ৮০% দর্শকই ছিল বাঙালী। তারাসহ গোটা ক্রিকেট দুনিয়া সাকিব-লিটনের ব্যাটিং নৈপুণ্য মুগ্ধচোখে দেখেছে। দেখেছে ক্যারিবিয়ানদের বিশাল সংগ্রহ কেমন করে মাত্র ৪২ ওভারে টপকে গেছে বাংলার দামাল ছেলেরা।
কিছু পরশ্রীকাতর মানুষ ছাড়া অনেকেই মুগ্ধ বাংলাদেশের ক্রম উন্নতিতে। এবারের বিশ্বাকাপে বাংলাদেশ আরো ভালো করতে পারে বলেও মনে করেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। তাদের পরিস্কার মন্তব্য, ‘গত কয়েক বছরে বাংলাদেশের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ভবিষ্যতে তো তারা ভালো করবেই, এবারের বিশ্বকাপে আরো ভালো করার সম্ভাবনা রয়েছে তাদের।’
ওয়েস্ট ইন্ডিজের বিশাল লক্ষ্য ৩২২ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। টনটনে ক্যারিবীয়দের বিপক্ষে সাত উইকেটে জিতেছে লাল-সবুজের দল। এই জয়ে ইতিহাস গড়েছে মাশরাফিরা। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে তারা।
অবশ্য ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ছিল বিশ্বকাপেই। গত বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান তাড়া করে জিতেছিল। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
এই জয়ের সুবাদে শেষ চারে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। তারা দুটি ম্যাচ জিতে, একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে। আর দুটি ম্যাচ হেরেছে। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
লেখকঃ উপ-সম্পাদক, বাংলাদেশ প্রেস।

Leave a Reply

Your email address will not be published.