ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত (২৫ জুন) ভোররাতে কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের কুখ্যাত মাদক সন্ত্রাসী উবায়দুল্লাহ মেম্বার সহ ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, উবায়দুল্লাহ ইয়াবা ও গাজার ডিলার। মাদক সন্ত্রাসী উবায়দুল্লাহ (৪৫) জাজিয়ারা গ্রামের মৃত আবদুল হকের ছেলে ও রতন মিয়া ( ৫২) একই গ্রামের শরাফত আলীর ছেলে।
ভারতীয় গাজা ও ইয়াবা ভারত থেকে বাংলাদেশে পাচারে ট্রানজিট পয়েন্ট হিসেবে কুটিতে উবায়দুল্লাহর নিয়ন্ত্রনে মজুদ করা হয়। পরে কুটি ও জাজিয়ারা থেকে স্থল ও জলপথে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাজা সরবরাহ করা করে উবায়দুল্লাহর নেতৃত্বে। এ ছাড়া জাজিয়ারা ও কুটিতে তার নিয়ন্ত্রনে ২০/২৫টি বিক্রয় কেন্দ্র রয়েছে। উবায়দুল্লাহর বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় পত্রিকায় একাধিক সংবাদ পরিবেশন করা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। বর্তমানে তার বিরুদ্ধে ডাকাতি, মাদক পাচার সহ মোট ১০ টি মামলা কোর্টে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে কোর্টের গ্রেপ্তারী পরোয়ানাও রয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক সাংবাদিকদের তাকে নতুন একটি মাদক পাচার মামলায় তার সহযোগি রতনসহ তাকে গ্রেফতার করা হয়েছে।