ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত (২৫জুন) ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো, শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো.জাহাংগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন; উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুর রহমান, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদ, কসবা থানা উপ-পরিদর্শক মো.কামাল হোসেন ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম রঙ্গু।
সভায় আলোচকগন মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে মুক্তির জন্য একযোগে আন্দোলন সৃষ্টি করার আহ্বান জানান। পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেয়া হয়। সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা।