কসবায় আইনমন্ত্রী বিএনপির আমলে দেশে আইনের শাসন ছিলোনা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন; বিএনপি’র আমলে এদেশে কোন আইনের শাসন ছিলোনা। তারা kasba 2কোর্টকে তাদের পকেটের মধ্যে রাখতো। সেই আমল বদলে গেছে কিন্তুু তাদের চিন্তাধারার কোন পরিবর্তন হয়নি। গতকাল শুক্রবার (৫জুলাই) দুপুরে নবনির্মিত কসবা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন কালে সাংবাদকিদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বিচার প্রসংগে তিনি আরো বলেন; দীর্ঘ ২২ বছর পর সম্পুর্ন স্বাক্ষী প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন। এটাকে ফরামায়েসি রায় কি করে তারা বলে এটা আমি বুঝিনা। মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কমপ্লেক্স সম্প্রসারন প্রকল্পের আওয়তায় ৪কোটি ১১ লাখ টাকা ব্যায়ে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেন। তাছাড়া উপজেলা ফরেষ্টারের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন্ জাতের চারা বিতরন করেন।
কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রশাসন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেনঃ উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মো.আবুল কাসেম ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.সিরাজুল ইসলাম, কসবা পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভ’ইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। পরে মন্ত্রী সৈয়দাবাদ সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় দলীয় নেতাকর্মীগন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.