ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়ার পিতা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া গ্রামের প্রবীন ব্যক্তি মো.বজলুল হক ভ’ইয়া (১০৫) গত সোমবার (৮ জুলাই) বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি …..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৬ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার বিকেলে চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়ার পিতার মৃত্যুতে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, দলীয় নেতাকর্মীগন সহ সকল শ্রেনীপেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।