ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুদকের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ প্রদান

ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও মাদরসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের মাঝে দুর্নীতি দমন কমিশনের kasba 2পক্ষ থেকে অর্থ প্রদান করা হয়েছে। গত সোমবার (৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দঘন পরিবেশে উপজেলার ৭৩ টি স্কুল ও মাদরাসার প্রধানদের হাতে এ অর্থ তুলে দেয়া হয়। শিক্ষার্থীদের সততা এবং দুর্নীতিমুক্ত শিক্ষা গ্রহনে বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন শিক্ষামুলক কার্যক্রম পরিচালনা করতে এই অর্থ প্রদান করা হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১হাজার ৯শত টাকা করে দেয়া হয়। কিছুদিন আগেও এসকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২ হাজার ২শত টাকা করে দেয়া হয়েছিলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মো.ফরহাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা দুদকের সাধারন সম্পাদক ও

বিশিষ্ট সাংবাদিক মো.আরজু, কসবা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দুপ্রক সহসভাপতি মো.সোলেমান খান, দুপ্রক সাধারন সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু ও দুদক সহকারী ইন্সপেক্টর অমুল্য দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published.