কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল কাইয়ুম (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) কুটি বাজারের আবদুল মতিন ভ’ইয়ার বাড়িতে গ্রীলের মাপ নেয়ার সময় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার ঝানঘর গ্রামে। সে ওই গ্রামের আবু হানিফ ভূইয়ার ছেলে। তার আড়াই বছর ও ২ মাস বয়সী দুটি শিশু সন্তান রয়েছে।
জানা যায়, কাইয়ুম দীর্ঘদিন যাবত কসবার কুটিতে তার নিজস্ব ওয়ার্কসপের মিস্ত্রি হিসেবে কাজ করতো। গতকাল শুক্রবার কুটি বাজারের পাশে জনৈক আবদুল মতিনের বাড়িতে গ্রীলের মাপ আনতে যায়। গ্রীলের মাপ নিতে গিয়ে তার হাতের ষ্টিলের ফিতাটি বের করে আড়াআড়ি করে ধরার সময় আবদুল মতিনের বাড়ির দেয়ালের পাশেই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সাথে তার হাতের ফিতাটি লেগে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। আশংকাজনক অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালের চিকিৎসক জানান ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়েছে। নিহতের লাশ গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার ঝানঘরে নিয়ে গেছে তার পরিবারের লোকজন। এ ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published.