কসবায় বালাইনাশক ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষন অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটিতে বাংলাদেশ ক্রপ প্রকেটশন এসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী নিরাপদ বালাইনাশক ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৫ জুলাই) কুটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ক্রপলাইফ এশিয়া’র সহযোগিতায় এ প্রশিক্ষন কর্মসূচী সম্পন্ন করা হয়। এতে কৃষকরা যাতে নিরাপদে এবং সতর্কতার সহিত সকল প্রকার বালাইনাশক ব্যবহার করতে পারে সে বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিসিপিএ’র কুমিল্লা অঞ্চলের কনভেনার মো.রফিকুল ইসলাম।
কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবদুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন কুটি উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, এরিয়া সেলস ম্যানেজার (কুমিল্লা অঞ্চল)রফিকুল ইসলাম, মন্দাবাগ বাজার ডিলার ব্যবসায়ী হাজী মো.দুলাল মিয়া। প্রশিক্ষন শেষে সতর্কতার সহিত বালাইনাশক ব্যবহারের জন্য ২ জন কৃষককে উপকরন হিসেবে গ্লাভস,মাক্স ও পোশাক এবং উপস্থিত সকল কৃষককে গ্লাভস এবং মাক্স দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.