কসবায় স্বেচ্ছাসেবক লীগের রজতজয়ন্তী উদযাপন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনন্দঘন পরিবেশে বাংলাদেশ আওয়মী স্বেচ্ছাসেবক লীগের রজতজয়ন্তী উদযাপন করা হয়। গতকাল শনিবার (২৭ জুলাই) এ উপলক্ষে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা।kasba 1
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান এসএম মান্নান জাহা্গংীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউসার ভ’ইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, পৌর কাউন্সিলর মো.আবু জাহের, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগ নেতা তারেক মাহমুদ ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো.আফজাল হোসেন রিমন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন-আহ্বায়ক নাজমুল আলম খান বেদন।
২৫ বছর সাফল্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের যুগ্ন-আহ্বায়ক আলী রেজা পলাশ, যুগ্ন-আহ্বায়ক একে আজাদ বাপ্পী ও যুগ্ন-আহবায়ক ইশবাল হোসেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.