কসবায় সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বুধবার (২৪ জুলাই)সড়ক দূর্ঘটনায় শহিদুল আলম (৫২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জেঠুয়ামূড়া গ্রামের মোহন মিয়ার ছেলে এবং জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ।
জানা যায়, নিহত শিক্ষক শহিদুল আলম প্রতিদিনের মতো কসবা পৌর শহর থেকে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। উপজেলার লক্ষ্মীপুর নামক পাহাড়ী এলাকায় পাহার বেয়ে উপরের দিকে উঠছিলো। অতিরিক্ত মাল নিয়ে উঠার সময় মালবাহী ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় ট্রাক্ট্ররটি পেছনদিকে গড়িয়ে এসে পিছনে থাকা শহিদুল আলমকে তার মোটরসাইকেল সহ চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন শিক্ষক। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় তার স্কুলের ছাত্র-ছাত্রী-শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় নিহতের ভাই ।

Leave a Reply

Your email address will not be published.