ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের ছেলে পরিচয়ে প্রতারনার অভিযোগে আকতার হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পরিচয় দিয়ে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরার গিনির মেয়েকে উত্যক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ তার নানার বাড়ি কসবা উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। আকতার হোসেনের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইষ্টগ্রাম। সে ওই গ্রামের আব্দুল সালামের ছেলে।
পুলিশ জানায়, প্রতারক আকতারের নানাবাড়ি কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামে। সে প্রায়ই তার নানাবাড়িতে আসা-যাওয়া করে। তার বাবা আব্দুল সালাম পেশায় একজন মাছ ব্যবসায়ী। আকতার নিজেকে আইনমন্ত্রী আনিসুল হকের ছেলে পরিচয় দিয়ে অনেকদিন যাবত মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য। আইনমন্ত্রী আনিসুল হকের কোনো সন্তান নেই। এই প্রতারক আকতার হোসেন আইনমন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির মেয়েকে ফোনে উত্যক্ত করত। বিষয়টি আইনমন্ত্রীকে অবহিত করা হয়।
এছাড়াও আকতার কসবা উপজেলার এক যুবককে আদালতে পেশকার পদে চাকরি দেয়ার নাম করে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এ সব ঘটনা জানার পর আইনমন্ত্রীর সাবেক এপিএস ও বর্তমান কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন বাদী হয়ে বুধবার আকতারের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করেন।
কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল করিম জানান, সকালে আকতারের নানাবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হুইপের মেয়েকে উত্যক্ত করার বিষয়েও সত্যতা পাওয়া গেছে। আকতারকে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।