কসবায় দূর্ধর্ষ ডাকাত রাশেক অস্ত্রসহ গ্রেফতার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় গত সোমবার (২৯ জুলাই) রাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য উপজেলার আদ্রা (অনন্তপুর) গ্রামের জাহাংগীর হোসেন ওরফে রাশেক ডাকাত ওরফে ভূয়া মেজর রাশেক ডাকাত (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান ও একটি রামদা সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় তার সাথে থাকা বাকি ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। রাশেক আদ্রা (অনন্তপুর) গ্রামের মৃত তবদিল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় ৮ টি ডাকাতি মামলা সহ ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুল ইসলাম জানান. গত সোমবার গভীর রাতে গুরুহিত নামক এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচেছ এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান সহ কুখ্যাত ডাকাত রাশেককে হাতেনাতে গ্রেফতার করা হয়। সেখান থেকে একটি রামদা সহ আরো কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় রাশেকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তার সাথে থাকা বাকি ডাকাতরা পালিয়ে গেলেও তাদের গ্রেফতারের চ্ষ্টো অব্যাহত রয়েছে। উল্লেখ্য সম্প্রতি রাশেক ডাকাত অন্য মামলায় জেল থেকে জামিনে ছাড়া পায়। ছাড়া পেয়েই পুনরায় ডাকাতি সংগঠিতকালে পুলিশের হাতে গ্রেফতার হয়।

Leave a Reply

Your email address will not be published.