বঙ্গবন্ধুকে লিখা অতি সাধারণে চিঠি

Letter to Mujib“শেখ মুজিব ভাই” – এভাবেই বঙ্গবন্ধুর কাছে চিঠি লিখত সাধারণ মানুষ। এবং সেই চিঠি পৌঁছে যেত বঙ্গবন্ধুর হাতে। স্বাধীনতার একদম শুরুতে বিদেশের বিমান বন্দরের ইমিগ্রেশনে বাংলাদেশের নামটা যখন ইমিগ্রেশন অফিসারের কাছে অচেনা লাগতো তখন বাঙালিরা বলত ” We are from the country of Sheikh Mujib” অর্থাৎ শেখ মুজিবের নাম বললেই তারা চিনতে পারতো। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এটি কোন রাজনৈতিক ডায়লগ নয়। বরং এটিই বাঙালির গর্ব করে বলার একমাত্র ঠিকানা।

Leave a Reply

Your email address will not be published.