রাজবারী প্রতিনিধি॥ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এখন ঈদে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। আজ শনিবার সকাল থেকেই লঞ্চ ঘাট, ফেরি ঘাট ও বাস টার্মিনাল এলাকায় ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। তবে ফেরি ঘাটে এসে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যার যার গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। এছাড়াও দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যানবাহনের কোনো সিরিয়াল নেই। সরাসরি যানবাহনগুলো ফেরিতে উঠতে পারছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে যাত্রী ও যানবাহন পারাপারে ১৮টি ফেরি ও ৩৪টি লঞ্চ চলাচল করছে। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ১৮টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি থাকার কারণে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পারছে। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘœ করতে ঈদের আগের তিনদিন ও ঈদের পরের তিনদিন পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। তবে পচনশীল ও জরুরি পণ্যবাহী ট্রাকগুলো পরিবহনের সঙ্গে পারাপার হচ্ছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post