১ টাকায় ২৮৮ মনিট কথা বলা যাবে

jabber one takai 244minute phoneজয়দুল॥ টিএন্ডটি ফোনে ১ টাকায় ২৮৮ মিনিট কথা বলার সুযোগ পাবেন। অর্থাৎ মাসজুড়ে (৩০ দিন) ৪৪ হাজার ৬৪০ মিনিট মাত্র ১৫০ টাকায় কথা বলা যাবে। একই সঙ্গে বিটিসিএল মাসিক লাইন রেন্ট বাতিল করা হয়েছে। মাসিক ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি তত মিনিট কল করা যাবে।
সংবাদটি ভালো ও আনন্দের তবে উপভোগের পরে সুখকর হতে পারে নতুবা নতুন কিছু বলার সুযোগ আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published.