আইন সচিবের দায়িত্ব পেলেন জনাব মোঃ গোলাম সারওয়ার

প্রশান্তি ডেক্স॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব কসবা উপজেলার কৃতি সন্তান জনাব গোলাম সারোয়ারকে সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে অধিষ্ঠিত করেছেন। উল্লেখ্য জনাব সারোয়ার একজন সৎ ও মেধাবী বিচারক হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। তাঁর এ পদোন্নতিতে দেশ ও জাতি একজন কর্মদক্ষ মানুষের সেবা পাবে। sarwar bai
জনাব গোলাম সারওয়ার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পাওয়ার আগে একই বিভাগের জ্যেষ্ঠ যুগ্ম সচিব ছিলেন। গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে আদেশ হয়েছে গত বুধবার।
বিদায়ী সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের স্থলাভিষিক্ত হলেন গোলাম সারওয়ার। চুক্তি ভিত্তিতে সচিবের দায়িত্ব পালন করে আসা আবু সালেহ শেখ মো. জহিরুল হকের মেয়াদ গত বুধবারই শেষ হয়েছে।
জনাব গোলাম সারোয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশন সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৯৮ সালে জ্যেষ্ঠ সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান। তিনি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের ডিসেম্বর থেকে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে তিনিই ছিলেন জ্যেষ্ঠ।
জনাব গোলাম সারোয়ারের মত যোগ্য কর্মকর্তাকে উপযুক্ত দায়িত্ব নিয়োজিত করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই। বিশেষ করে আইন মন্ত্রণালয়ের বিজ্ঞ ও সফল আইন মন্ত্রী জনাব এডভোকেট আনিছুল হক সাহেবকেও অভিনন্দন জানাই তাঁর এই সঠিক সিদ্ধান্তের জন্য।

Leave a Reply

Your email address will not be published.