প্রধানমন্ত্রীর নির্দেশনাঃ সবাইকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ করতে সমন্বিতভাবে কাজ করার

প্রশান্তি ডেক্স॥ আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে যারা ঢাকা ছাড়ছেন, তাদেরকে রক্ত পরীক্ষা করে ডেংগু রোগ আছে কিনা তা নিশ্চিত হয়ে গ্রামের বাড়িতে যাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। obaidul kader dengo speaceটানা ২০ দিনের সফর শেষে গত (বৃহস্পতিবার) যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বলে গত বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে এক অনুষ্ঠানে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, “ঈদে যারা ঘরে ফিরবেন, সবাই যেন সতর্ক, সচেতন থাকেন। যাদের মাথাব্যথা করবে, বমি বমি ভাব হবে, খাওয়ার ইচ্ছে থাকবে না, শরীরে জ্বর জ্বর ভাব থাকবে, তারা রক্ত পরীক্ষা করে এলাকায় বা ঘরের দিকে, গৃহযাত্রা করবেন- এটা আপনাদের সকলের কাছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বান। তিনি বলেন, “আজ গণভবেন বিদেশ থেকে নেমেই যে কথা গুলো বলেছেন, সেগুলোই আমি আপনাদের সামনে বললাম। আমি আশা করি সবাই নিজেদের রক্ষা করব, নিজেদের রক্ষা করার জন্য যা যা করা দরকার করব।” সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে প্রথমেই ডেংগুর কি অবস্থা তার খোঁজ নিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আর কোন কাজ নয় এখন একটাই কাজ সেটি হচ্ছে ডেংগুকে প্রতিরোধ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো সবাইকে পরিচ্ছন্ন ও ডেংগুমুক্ত বাংলাদেশ করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।ওবায়দুল কাদের এ সময় বিএনপির প্রসঙ্গ টেনে বলেন, শুধু সমালোচনা করে দায়িত্ব পালন হয় না। ডেংগু ও এডিস মশা রোধে বিএনপির কোন কার্যকর ভূমিকা নেই। বিরোধী দল হিসেবে তাদেরও ভূমিকা থাকা দরকার।ওবায়দুল কাদের আরো বলেন, “আমি আপনাদের বলব সব সময় রাজনীতি করা ঠিক নয়। আসুন আমরা রাজনীতি না করে সমন্বিতভাবে মানুষের জন্য কাজ করি।“

Leave a Reply

Your email address will not be published.